প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৭:০০:৪১ অনলাইন সংস্করণ
উমেদ আলীঃ সকলের ঐক্য সেবাই মোদের লক্ষ্য এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষা-উন্নয়ন ও মানব সেবার দৃঢ় প্রত্যয় নিয়ে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পথচলা শুরু হয়!দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের
সুরিয়ারপাড় ইবতেদায়ী মাদরাসার পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ এক লক্ষ পাঁচ হাজার টাকা ফান্ড রাইজিং করা হয়।
আজ সিলেটস্থ ওরিয়েন্টাল শপিং সেন্টারের মেসার্স ফুয়াদ ইন্টারন্যাশনাল ট্রাভেলসে সুরিয়ারপাড় ইবতেদায়ী মাদরাসার কর্তৃপক্ষের নিকট এক লক্ষ পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়!
এসময় উপস্থিত ছিলেনঃ ওরিয়েন্টাল শপিং সেন্টার বন্দর বাজারের বর্তমান সভাপতি আব্দুল হাদি পাবেল,সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক সাদিক চৌধুরী,যমুনা নিউজ অনলাইন পোটার্লের সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হুসেন রুবেল,সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিক রায়হান আহমদ।সুরিয়ারপাড় গ্রামের সালিশি ব্যক্তিত্ব,সাবেক মেম্বার ও সুরিয়ারপাড় মাদ্রাসার সভাপতি মোঃ আমির উদ্দিন,মাদ্রাসা সুপার মাওলানা মোঃ এরশাদুল হক,মাদ্রাসা দাতা সদস্য হাজি আব্দুল হামিদ।
কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন মোঃ আখলাক হেসাইন, এডমিন মোঃ দিদার আহমেদ, এডমিন মোঃ মাজহারুল ইসলাম প্রমুখ!
গ্রুপের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ আজ বৃহত্তর সুনামগঞ্জের মধ্যে অন্যতম একটি অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠনে পরিনত হয়েছে!সামাজিক নানান কার্যক্রমে প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে!
উল্লেখ্য,কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ.শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণ.করোনায় বিগ বাজেটের খাদ্য সামগ্রী বিতরণ করে দেশ ও প্রবাসে আলোচনায় আসে কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ, যা সর্ব মহলে হয় প্রশংসিত! কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের পক্ষ থেকে জারলিয়া গ্রামে ৫০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয় একটি গভীর নলকূপ। প্রায় ২৫ টি পরিবার স্বচ্ছ পানি পান করতেছে এ নলকূপ থেকে!
অনুন্নত ভাটি অঞ্চল হিসেবে সুপরিচিত কুলঞ্জ ইউনিয়ন!দুর্নীতি স্বজনপ্রীতি মুক্ত উন্নত টেকসই উন্নয়ন করতে উদ্দোগ নেওয়া হয় বিগ বাজেটে দুটি রচনা প্রতিযোগিতা.
পরিবেশ ভারসাম্যতা রক্ষায় কুলঞ্জ ইউনিয়নে ৬ শত হিজল করচ বৃক্ষ রোপন করা হয়! এমন উদ্যোগে প্রশংসিত হয় সর্ব মহলে.শিক্ষার মানোন্নয়নে দুটি মাদরাসায় অনুদানের জন্য ফান্ড রাইজিং করে দেওয়া হয় ৩ লক্ষ সাতাশ হাজার টাকা!
কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের সামাজিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায় ক্রিড়া সামগ্রী, কৃষকের ধান কাটা ও অসহায় পরিবারের চিকিৎসায় ও অর্থ প্রদান করা হয়!বিশেষ করে হাতিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষক মহোদয়কে চিকিৎসার জন্য দেওয়া হয় নগদ অনেক টাকা!
এছাড়াও মুমূর্ষ রোগীদের জন্য গ্রুপের পক্ষ থেকে রক্তদানের ব্যবস্থা করা হয়!