• মানববন্ধন

    সুনামগঞ্জে সিকন্দর আলী হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

      প্রতিনিধি ১৬ মে ২০২১ , ২:৪৫:৫৪ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গলা কেটে ইজিবাইক চালক সিকন্দর আলী হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে রামনগর বাজার ইজিবাইক সমিতি।
    রোববার দুপুরে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর বাজারে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। রামনগর বাজার ইজিবাইক সমিতি’র সভাপতি আব্দুল আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আব্দুর রকিব, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান,দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, জুয়েল পাঠান, সাংবাদিক শেরে আলমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    বক্তরা বলেন, গত ১২ মে পবিত্র মাহে রমজান মাসে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করা হলেও আজ পর্যন্ত খুনের রহস্য উদঘাটিত হয়নি। প্রশাসনের প্রতি আবেদন দ্রæত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানান।

    আরও খবর

    Sponsered content