প্রতিনিধি ১০ মে ২০২১ , ১০:৫৪:৩৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইফতারির সাথে নেশার ওষুধ খাইয়ে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বোগলা গ্রামে এ ঘটনাটি ঘটে। ধর্ষক রিপন মিয়াসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
সুত্র জানায়,শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের সুরুজ মিয়ার পুত্র রিপন মিয়া একই ইউনিয়নের বোগলা গ্রামের দশম শ্রেণির শিক্ষার্থীর ফুফাতো ভাই ফয়সাল (১২) এর মাধ্যমে বাংলাবাজার ইউনিয়নের উরুরগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র জসিম উদ্দিনের কাছ থেকে নেশার ওষুধ কিনে ওই মেয়ের বাড়িতে ইফতারি পাঠায়। নেশা মেশানো ইফতারি খেয়ে মেয়ে ও দাদা অজ্ঞান হয়ে গেলে মধ্যরাতে রিপন এসে ধর্ষণ করে। ভোররাতে ঘুম ভাঙলে চিৎকার শুনে স্থানীয়রা আসলে মেয়ে সব খুলে বলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক রিপনসহ তার ফুফাতো ভাই এবং নেশা বিক্রেতা জসিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামাত জামাকাপড়সহ ইফতার সামগ্রীসহ একটি ছুরা উদ্ধার করে। ভিকটিমকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ধর্ষক রিপন এলাকার চিহ্নিত এক অপকর্মকারী ও লম্পট প্রকৃতির লোক। তার বিরুদ্ধে চুরি, চোরাকারবারিসহ অসংখ্য মামলা রয়েছে। এসব অপকর্মের কারণে কিছুদিন পরপর সে জেল খেটে এলাকায় ফিরে আবারও বেপরোয়া হয়ে ওঠে।
দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষনকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। ধর্ষণে সহায়কারী ও নেশা বিক্রেতাকেও আটক করা হয়েছে। রিপনের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।