• অপমৃত্যু

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানার বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৫:৪৪:৫২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে
    দুইবছরের এক শিশুর মুত্যু হয়েছে। নিহত শিশুটির নাম নাজমুল সাকিব (২) । বুধবার দুপুরে
    দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের আওয়াল ভুঁইয়ার
    বাড়ির পুকুরের পানিতে ডুবে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
    নিহত নাজমুল সাকিব উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের বিশিষ্ট
    ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টসের মালিক শামছুল ইসপামের পুত্র।
    শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দাওয়াতে নাজমুল সাকিব তার মায়ের সঙ্গে
    নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে নাজমুল সাকিব নানার বাড়ির সবার অগোচরে
    পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি
    করে দুপুরের দিকে পুকুর থেকে শিশু নাজমুল সাকিবের লাশ উদ্ধার করে।
    এ ব্যাপারে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য ধন মিয়া নানার বাড়ী বেড়াতে এসে পুকুরে
    ডুবে শিশুটির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।
    এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মো. নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর
    পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়ে

    আরও খবর

    Sponsered content