প্রতিনিধি ২৯ মে ২০২১ , ৪:৩৫:১৯ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার।সিলেট নগরীর এসএমপি জালালাবাদ থানার হাটখলা গ্রামে ধর্ষনের সময় ইমরান আহমদ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শনিবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক যুবক ইমরান আহমদ (২৫) সিলেটের জালালাবাদ থানার উত্তর হাটখোলা গ্রামের মৃত হানিফ উল্লাহর ছেলে।
গত শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মেয়েটির বাড়ী থেকে ইমরান কে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন এক নারীর বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার ও ধর্ষক কে আটক করে জালালাবাদ থানায় নিয়ে আসেন। পরে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।