প্রতিনিধি ২৯ মে ২০২১ , ৫:৫৯:৩৮ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল স্টাফ রিপোর্টার।ভূমিকম্পে সিলেট নগরীর একটি বহুতল ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। ভবনটির অবস্থান নগরীর পনিটুলার পল্লবী আবাসিক এলাকায় আহাদ টাওয়ার।
শনিবার সিলেট নগরীতে সাড়ে ৩ ঘন্টার ব্যবধানে ৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে তেমন কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে বিকেলের দিকে জানা যায় যে, নগরীর পনিটুলা এলাকার আহাদ টাওয়ার কিছুটা হেলে পড়েছে।
ভবনটির মালিক পক্ষের কাউকে পাওয়া না গেলেও কেয়ারটেকার জানিয়েছেন, এটি আগেও কিছুটা হেলানো ছিল। তবে ভূমিকম্পের পর ভবনটির একটি অংশ পাশের ভবনের সাথে লেগে গেছে।
এ ব্যাপারে আহাদ টাওয়ার সহ পনিটুলা এলাকার লোকজন আতঙ্কে ভুগছেন। তাদের মতে আবার ভূমিকম্প হলে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে।