প্রতিনিধি ১ মে ২০২১ , ১০:৫১:৪৭ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ আজ দুপুরে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে কাজী ফরহাদ হোসেনকে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হিসেবে মনোনীত করা হয়। সভায় উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ কে মিলন আহমেদ, সাধারণ সম্পাদক এড. জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, অর্থ সম্পাদক বিপলু রজ্ঞন দাস, সহ সভাপতি সাবাজ হোসেন ইমরান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুষার আহমেদ টিপু প্রমুখ। এ সময় সংগঠনের সভাপতি এ কে মিলন আহমেদ বলেন পবিত্র মাহে রমজান মাস সামনে রেখে করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তশালীদের প্রতি আহবান জানান।