• রাজনীতি

    সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি ও হামলার প্রতিবাদ জানিয়ে দিরাই জাসদের বিবৃতি

      প্রতিনিধি ২১ মে ২০২১ , ১:০৩:২৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা  ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হয়রানি, নির্যাতন এবং মিথ্যা মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ ও জেল হাজতে প্রেরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ দিরাই উপজেলা শাখা।
    আজ দিরাই উপজেলা জাসদ অস্থায়ী কার্যালয়ে এক কর্মি সমাবেশের মাধ্যমে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও সাংবাদিক রোজিনা ইসলামের উপর মিত‍্যা মামলা দায়েরের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পৌর সভাপতি ফজলুল হক, পৌর সাধারন সম্পাদক আবু বকর চৌধুরী, শরীফ উদ্দিন , আব্দুল হাদির চৌধুরী, আবলুছ মিয়া, সুহেল আহমেদ , শহীদ মিয়া ও মাহিন আহমেদ  প্রমূখ।
    বিবৃতিতে তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রাণির ঘটনা প্রমাণ করলো করোনার মধ্যে স্বাস্থ্য খাতে ভয়ংকর দূর্নীতির ঘটনা আড়াল ও প্রমাণ লোপাট করতে লুটেরা ব্যবসায়ী-দূর্নীতিবাজ অফিসার-অসৎ রাজনীতিকদের সিন্ডিকেট এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ে সক্রিয় আছে।
    রোজিনা ইসলামের উপর হামলা ও গলা চেপে ধরা গোটা সাংবাদিক সমাজের এবং মতপ্রকাশের স্বাধীনতাকে চেপে ধরার হীন অপচেষ্টারই নামান্তর।
    নেতৃদ্বয় বলেন আমরা দিরাই জাসদ দোষী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার এবং সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাই।

    আরও খবর

    Sponsered content