• আন্তর্জাতিক

    সহিংস পরিস্থিতির কারণে ইসরাইল থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি ১৪ মে ২০২১ , ১১:০৭:৫২ অনলাইন সংস্করণ

    ইসরাইল থেকে শতাধিক সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

    বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, ইসরাইল থেকে ১২০ জন সেনাকে একটি সি-১৭ উড়োজাহাজে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে গিয়েছিলেন।

    এসব সেনা ইতিমধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছেন বলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন।

    এদিকে, ইসরাইলে অনাবশ্যক সফর না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

    ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাংক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল।

    দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

    বিবিসি জানিয়েছে, গাজা সীমান্তে দুটি পদাতিক ও একটি সাঁজোয়া ইউনিট মোতায়েন করেছে ইসরাইল। এ ছাড়া সীমান্তে অতিরিক্ত ৭ হাজার সেনা মোতায়েন করেছে দেশটি। তবে ফিলিস্তিনে হামলা চালানো হবে কি না, সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

    এছাড়া ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ তাদের সেনাবাহিনীকে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যেকোনো সময় স্থল হামলা শুরু হতে পারে।

    আরও খবর

    Sponsered content