প্রতিনিধি ২৬ মে ২০২১ , ১১:৪৬:২৭ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ শাল্লার আটগাও ইউনিয়নের আটগাও গ্রামের আশরাফুল বাহিনীর পরিকল্পিত ও সংঘবদ্ধ আক্রমণে দাদা নাতি সহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। আবুল কালাম নামে সত্তরোর্ধ ১জনকে সংজ্ঞাহীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করেছে।
আজ দুপুরে আটগাও গ্রামের খেয়াঘাটে গর্ভবতী নারীকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে অটোরিকশা (টমটম) দিয়ে দিরাই আসার জন্য আহত আবুল কালামের পুত্রবধূকে ভাতিজার গাড়ি করে নিয়ে আসতে চাইলে একই গ্রামের বিএনপি নেতা আশরাফুল বাহিনীর মস্তফা ও জিলানীর ভাতিজা তার সিরিয়াল থাকার অজুহাতে বাধা প্রদান করেন।
নিজেদের গাড়িতে একজন গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে যাচ্ছি বললেও কোনোমতেই আবুল কালাম এর রোগীবাহী টমটম গাড়ি ছাড়তে না দিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মোস্তফা ও জিলানীর নেতৃত্বে দেশিয় অস্ত্রসজ্জিত হয়ে আক্রমণ করে।
এতে গুরুতর আহত আবুল কালামের মাথায় দাড়ালো দা’য়ের ছেদ ও চোখে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। সাথে থাকা সাহিরান ও জহিরুল সহ ৩ নাতিও গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী ও আত্মীয়স্বজনের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের গুরুতর অবস্থা বিবেচনায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট ওসমানীতে আসার পথে রয়েছেন এখন পর্যন্ত আবুল কালামের জ্ঞান ফিরেনি বলে সাথে থাকা লোকজন জানিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে শাল্লা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে আপন দুই ভাই মোস্তফা ও জিলানীকে আটক করে নিয়ে আসে।
শাল্লা থানা পুলিশ জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি।