• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    র‌্যাবের হাতে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার সেই পুলিশ কর্মকর্তার জামিন

      প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৬:৪৩:৫০ অনলাইন সংস্করণ

    নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে ফেনসিডিল ও পিস্তলসহ গ্রেফতার পুলিশের সেই উপপরিদর্শক (এসআই) কায়কোবাদ খান পাঠান জামিন পেয়েছেন।  রোববার (২৩ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে জামিন পান তিনি।

    গত ২২ মার্চ সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ খান পাঠানসহ তিনজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

    সেসময় তাদের কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছিল। পরে র‌্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় জামিন পেলেন এসআই কায়কোবাদ খান পাঠান।

    যুগান্তর

    আরও খবর

    Sponsered content