প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৬:৪৩:৫০ অনলাইন সংস্করণ
গত ২২ মার্চ সোনারগাঁও উপজেলার মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির এসআই কায়কোবাদ খান পাঠানসহ তিনজনকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
সেসময় তাদের কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও দুইটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছিল। পরে র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলায় জামিন পেলেন এসআই কায়কোবাদ খান পাঠান।
যুগান্তর