• অনিয়ম / দুর্নীতি

    রাজাপুরে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্নিমার জোয়ারের পানির প্রভাবে ভেঙে পরল একাধিক আশ্রায়ন প্রকল্পের ঘর

      প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৫:১৯:২২ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মুজিববর্ষের উপহার আশ্রায়ন প্রকল্পের নির্মাণধীন ১২টি ঘর ভেঙ্গে পড়েছে। রাজাপুর উপজেলার ৪নং গালুয়া ইউনিয়নের গালুয়াদুর্গা পুর গ্রামে ঘূর্নিঝর ইয়াস ও পূর্ণিমার জোয়ারের পানি ডুকে এ ঘটনা ঘটে।

    সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পোনা নদীর পাড়ে নিচু জমিতে স্বাভাবিক জোয়ারেই পানিতে ডুবে যায়। এই নিচু জায়গায় আষাঢ়, শ্রাবন ও ভাদ্র এ তিন মাস সব সময় পানিতে ডুবে থাকে। পূর্ণিমান জোয়ারের স্রোতে নির্মাণাধীন স্থানে পানি উঠে এবং ঘরের ফাউন্ডেশন না থাকায় নিচের বালু পানিতে ভেসে গিয়ে ১২টি ঘরের বারান্দার বিভন্ন অংশ ভেঙ্গে পড়েছে। নাম মাত্র বালু ভরাট করে সাথে সাথে ইট বিছিয়ে নির্মাণ কাজ করায় এমনটা হয়েছে বলে স্থানীয়দের দাবি। এছাড়া গালুয়া ইউনিয়নের চারাখালী বাজারে একটি ঘরে ফাটল ধরে ও এক পাশ দেবে যাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুনরায় মেরামতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বড়ইয়ার চল্লিশকাহনিয়ায় একটি গৃহের আংশিক ভেঙ্গে গিয়েছিল যা ইতোমধ্যে মেরামত করা হয়েছে।

    উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসসূত্রে জানাগেছে, যাদের ঘর নেই জমি নেই তাদের জন্য মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় রাজাপুর উপজেলায় ৩৩৩ টি পরিবারকে এ সুবিধার আওতায় আনা হবে। প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ইতোমধ্যে ১১৫ টি গৃহ নির্মাণ শেষে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। বাকি কাজ চলমান রয়েছে। উপজেলা প্রশাসন সরাসরি নির্মাণ কাজের তত্ত্ববাধন করেন।

    এদিকে যাদের চাবি হস্তান্তর করা হয়েছে তারা জানায়, জমি নিচু হওয়ায় সামান্য জোয়ারেই ঘরে পানি উঠে। বড় কৈবর্ত খালি আশ্রয়ন প্রকল্পের বাসবাসরত শহীদুল ইসলাম বলেন, ইয়াসের প্রভাবে জোয়ারের পানি আবাসনে ঢুকে পারায় আমার ঘরটির মেঝের নিচের বালু সরে গেছে এবং ওয়ালে দেখা দিয়েছে ফাটল, কখন যেন ধসে পড়ে দেয়াল এ নিয়ে এখন দুর্শ্চিন্তায় আছি। সঠিক তদারকির অভাবে সরকারের এমন মহতী উদ্যোগ এখন ভেস্তে যেতে বসেছে।

    এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, বন্যার কারনেই পানি উঠে কয়েকটি ঘরে বারান্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে সেগুলি মেরামতের কাজ শুরু করেছি।

    আরও খবর

    Sponsered content