প্রতিনিধি ১০ মে ২০২১ , ৭:১৮:৫৩ অনলাইন সংস্করণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে জোড়া লাগানো যমজ মেয়ে শিশুর জন্ম হয়েছে। বুধবার (৫ মে ) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলা শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির হাত-পা, মাথা আলাদা হলেও জোড়া পেট নিয়ে শিশু দুটির জন্ম হয়।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার শমশেরনগর ইউনিয়নের শিংরাউলি গ্রামের পান দোকানদার জুয়েল আহমদের স্ত্রী তাহমিনা বেগম বুধবার রাতে জান্নাত প্রাইভেট হাসপাতালে সিজারে মাধ্যমে জন্ম নেয় এই দুই যমজ শিশুর। শিশুর বাবা জুয়েল আহমদ স্থানীয় সাংবাদিকদের বলেন, বাচ্চা দুটিকে বাঁচাতে হলে ঢাকায় হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় ডাক্তাররা। শিশু দুটির চিকিৎসার বিশাল ব্যয় তার পক্ষে বহন করা সম্ভব হবে না।
তিনি বলেন, আমি অত্যান্ত গরিব মানুষ ঢাকায় নিয়ে শিশু দুটিকে সুচিকিৎসা করা আমার সাধ্যের বাহিরে। তাই আমি গণমাধ্যমের সহায়তায় জন দরদী প্রধানমন্ত্রী ও সমাজের বিত্তবান ব্যক্তি ডাক্তারসহ সকলের সহযোগিতা কামনা করছি।
শেয়ার করার অনুরোধ রইল।