• রাজনীতি

    মোঃ এনামুল হক এনাম আওয়ামী বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি সম্পাদক মনোনীত

      প্রতিনিধি ৩ মে ২০২১ , ৬:৪৮:২৩ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি সম্পাদক মনোনীত হয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী মোঃ এনামুল হক এনাম।
    কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের যৌথ স্বাক্ষরিত পত্রে ১লা মে এনাম কে শ্রম ও জনশক্তি এবং সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন প্রদান করা হয়।
    এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হোসেন চৌধুরী বলেন- বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ সৈনিক এনামুল হক এনাম ও বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম ওয়াহিদুল ইসলাম বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগ এর কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক
    মণ্ডলীতে মনোনিত হওয়ায় সুনামগঞ্জ সহ সিলেট বিভাগে সংগঠন আরও শক্ত ভিতের ওপর দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে আশাকরি।
    নব মনোনীত কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি সম্পাদক মোঃ এনামুল হক এনাম এক প্রতিক্রিয়া কেন্দ্রীয় সভাপতি শেখ বাহাউদ্দীন রিটু, ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ এমদাদ হোসেন চৌধুরী কে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
    এনাম বলেন আমাদের ভাটি অঞ্চলের গর্ব দীর্ঘদিন যাবত ঢাকা অবস্থান করে কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত, মুজিব আদর্শের একনিষ্ঠ সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন প্রিয় নেতা মোঃ এমদাদ হোসেন চৌধুরীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, আমি উনার কাছে কৃতজ্ঞ আমাকে বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু লীগের কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক মণ্ডলীর সদস্য মনোনীত করায়।
    প্রসঙ্গতঃ জনাব এনামুল হক এনাম ভাটি বাংলা মিডিয়া গ্রুপের চেয়ারম্যান,  সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ এর সহ সভাপতি।
    সিলেট চেম্বার অফ কমার্সের মেম্বার ও দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক নির্বাচিত সদস্য সহ বিভিন্ন আর্থ সামাজিক সংগঠনে জড়িত রয়েছেন তিনি।

    আরও খবর

    Sponsered content