• ক‌্যাম্পাস

    মুজিব শতবর্ষ উপলক্ষে ছাতকের বড়কাপনে শির্ক্ষীদের মাঝে লাল-সবুজ ছাতা বিতরণ

      প্রতিনিধি ২৮ মে ২০২১ , ১২:৩৭:২৭ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ ছাতকে মুজিব শতবর্ষ উপলক্ষে এলজিএসপি(৩)র ২০১৯-২০২০অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে লাল-সবুজের ছাতা বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার জাউয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বড়কাপন আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৪০০ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে মুজিব শতবর্ষের লগো সম্বলিত এসব লাল-সবুজের ছাতা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন । বিদ্যালয়ে আসা-যাওয়ার ক্ষেত্রে রোদ-বৃষ্টিতে ব্যবহার করার সুবিধার্থে এসব ছাতা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থী ছাড়া অন্য কেউ যাতে এ ছাতা ব্যবহার না করার জন্য বলা হয়েছে। ছাতা বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-মামুন শাহীন’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আলমগীর’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ও জাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব কয়েস মাহমুদ, ইউপি সদস্য আঙ্গুর মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য রানা মিয়া, হাবিবুর রহমান, ছাব্বির আহমদ লিলু, অভিভাবক হাফিজ জামাল উদ্দিন, সুজাত মিয়া প্রমুখ। সভায় সভাপতি মহোদয় ও প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদেরকে ছাতা প্রধান করায় জাউয়া বাজার ইউ.পি পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে ছাতা বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

    আরও খবর

    Sponsered content