প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৯:৫৬:০৬ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদিঃ মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছাতক এর লাল মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এর দিক নির্দেশনায় অত্র থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান- পিপিএম এর নেতৃত্তে এসআই আনোয়ার হোসেন সহ ছদ্মবেশে ২২ মে রোজ শনিবার দিবাগত রাত ৭ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ছাতল উপজেলার নোয়ারাই খেয়াঘাট এলাকা থেকে আদালত কর্তৃক মাদক মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এই উপজেলার হরিপুর গ্রাম নিবাসী মোঃ আহাদ মিয়ার ছেলে মোঃ লাল মিয়া (৩০)কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই মোঃ হাবিবুর রহমান -পিপিএম বলেন, আদালত কর্তৃক ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী লাল মিয়া গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দুই বছর কুমিল্লা জেলায় মুরাদনগরে পালিয়ে ছিল। গতকাল সে ছাতকে আসে এবং নিজ বাড়ীতে না গিয়ে নোয়ারাই তাহার এক আত্বীয়ের বাসায় যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। আজ ২৩ শে মে রোজ রবিবার তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।