• সভা/সেমিনার

    মাদক-জুয়া নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চান দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৩:২৮:০৯ অনলাইন সংস্করণ

    দোয়ারাবাজার প্রতিনিধি: মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মূলে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান দোয়ারাবাজার থানার ওসি মোহাম্মদ নাজির আলম। বুধবার সন্ধ্যায় দোয়ারাবাজার থানায় দোয়ারাবাজার উপজেলার মূলধারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় কালে ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যাবতীয় অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে। দূর্নীতি ও অসঙ্গতির বিরুদ্ধে সাংবাদিকদেরকে সোচ্চার হতে হবে।’ এসময় সাংবাদিক নেতৃবৃন্দ মাদক, জুয়া ও সামাজিক অপরাধ নির্মূলে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

    মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক বজলুর রহমান, মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, আলাউদ্দিন, রফিকুল ইসলাম, আশিক মিয়া, হারুন অর রশীদ, এম এ মোতালিব ভুঁইয়া, আশিস রহমান প্রমুখ।

    আরও খবর

    Sponsered content