• অনিয়ম / দুর্নীতি

    বৃষ্টি হোক বা না হোক মেঘ যেহেতু আকাশে জমেছে বিদ্যুৎ যাবেই অনির্দিষ্ট সময়ের জন্য

      প্রতিনিধি ২০ মে ২০২১ , ৬:২৫:২৭ অনলাইন সংস্করণ

    মোঃ আব্দুল আলী দেওয়ান (আব্দুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর কথা বলছি৷ প্রাকৃতিক দুর্যোগের কারনে কিংবা বৈদ্যুতিক খুটি কিংবা লাইনের নানা সমস্যা অথবা গুরুত্বপূর্ণ কাজের জন্য এবং লোডশেডিং জনিত কারনে বিদ্যুৎ সংযোগ সাময়িক ভাবে বিচ্ছিন্ন হতেই পারে৷ কারন এটাও ত্রুটির বাইরে না তা সকলেরই জানা আছে। কিন্তু অতিব দুঃখের সাথে বলতে হয়, যে দেশে ১০০% বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার তৎপর রয়েছে সে দেশের উপজেলার মুল কেন্দ্রতেই বিদ্যুতের এমন উঁকিঝুঁকি কীভাবে মেনে নিবে ভুক্তভোগীরা এমন প্রশ্ন জাগে ভুক্তভোগীদের মনে! বিদ্যুৎ মানুষের বর্তমান জীবনে ওতোপ্রোতো ভাবে জরিত। সেই বিদ্যুৎ যদি সময়ে অসময়ে এমন সমস্যা জন্ম দেয় মানুষ তখন বিরক্ত হয়ে পরে সরকারের উন্নয়ন করার স্বপ্ন দেখানোর প্রতি।

    ঠিক একই অবস্থার সম্মুখীন হয় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা বিদুৎ সমিতির গ্রাহকগণ। বিগত দিনে এমন সমস্যার সম্মুখীন হতে হয়নি ইদানিং যে সমস্যার সম্মুখীন হয় এই অঞ্চলের বিদুৎ গ্রাহকগণ। প্রায় দেখা যায়, আকাশে মেঘ ধরেছে কিন্তু আদৌও বৃষ্টি হবে কিনা যানা নেই তবে বিদ্যুৎ চলে যাবে সেই ভয়টাই বেশি থাকে মানুষের মনে, সকালে ঘুম থেকে উঠে দেখবে বিদ্যুৎ নেই কখন আসবে তা অনিশ্চিত, হটাৎ বিদ্যুৎ চলে গেছে অফিসে ফোন করবেন বলবে কাজ করছে কিছুক্ষণ পরে আসবে! কথা হল কিছুক্ষণ সময়টা কখনো কখনো ঘন্টার পর ঘন্টা চলে যায়, কাজ করছে লাইনে বিদ্যুৎ থাকবেনা কিন্তু আগাম বার্তা বা মাইকিং নেই অনেক সময়। হাল্কা বাতাস বইছে আবহাওয়া কিছুটা মন্দ কিন্তু বাতাসের তীব্রতা শুরু হওয়ার আগে বিদ্যুৎ যাবে! বাতাসে পাতাও পরেনি কিন্তু বিদ্যুৎ ভয়ে হাফাচ্ছে আসছেনা সারাদিন, মনে হচ্ছে মহা প্রলয়ে সব তার ছিড়ে গেছে!! ইদানিং কাজের নামে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ প্রবাহ বন্ধ থাকে ফলে উত্তপ্ত গরমে দিশেহারা বিদ্যুৎ গ্রাহকগণ কিন্তু বিদ্যুতের বিল যথাসময়ে না দিলে আবার লাইনচ্যুৎ করতেও দেরি করেনা বিদ্যুৎ অফিস!! এভাবেই অনিয়মের মধ্যে চলছে মতলব দক্ষিণের বিদ্যুৎ গ্রাহকগণ।

    আরও খবর

    Sponsered content