প্রতিনিধি ২৩ মে ২০২১ , ৬:১৩:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ কবরস্থানের জমি নিয়ে বিরোধ মেটাতে বসে সালিশ বৈঠকেই সন্ত্রাসীরা কুপিয়ে আহত করলো নিরীহ জমির মালিককে!
ঘটনাট ঘটেছে গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে- বালাগঞ্জ উপজেলার বোয়াল জোর ইউনিয়নের বানোগাঁও গ্রামে।
মৃত সানাওর খাঁনের ছেলে মাহবুব খাঁনকে দাড়ালো দা’ দিয়ে উপুর্যুপরি কোপে বাম হাত ক্ষত-বিক্ষত করে দিয়েছে তাদের প্রতিবেশী ও দূর সম্পর্কের আত্মীয় একই গ্রামের মৃত আজাদ খাঁনের ৭ ছেলে তারা হলো- মুজিব, মনোহর, মতিউর, মকতবির, মহিবুর, ওলি ও সানুর।
মৃত সানাওর খাঁনের অপর দুই ছেলেও আহত হয়েছে তারা হলো মস্তফা খাঁন ও তার ভাই মিছবা খাঁন। সালিশ বৈঠকে প্রচুর লোক থাকায় কোনো মতে আজাদ খাঁনের সন্ত্রাসী ছেলেদের কবল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তারা।
ওসমানী হাসপাতালের চিকিৎসকরা জরুরি ভিত্তিতে অপারেশন করেছে এবং হাতে ১৫ টি সেলাই দিয়ে হাতকে ব্যান্ডেজ করে গলার সাথে আটকিয়ে দেওয়া হয়েছে।
আহত মাহবুব খাঁন দৈনিক ভাটি বাংলা ডটকম কে বলেন উনার পিতার খরিদা সূত্রে ৯ শতক জায়গা কবরস্থান হিসেবে সংরক্ষিত। কোন রকম কাগজপত্র ছাড়াই এই জমিকে তাদের দাবি করে অবৈধভাবে বাধা দিয়ে আসছে মৃত আজাদ খাঁনের সন্ত্রাসী ছেলেরা। আমরা নিরীহ মানুষ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে গ্রামের সালিসি ব্যক্তিদের নিয়ে সমাধানের সুযোগ দিলেও আজাদ খাঁনের সন্ত্রাসী ছেলেরা গ্রামের গণ্যমান্য লোকজনদের উপস্তিতিতে হত্যার উদ্দেশ্যে আমাদের ওপর হামলা করে সালিসি ব্যক্তিদের প্রচেষ্টায় কোনো মতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি আজ আমার হাত ক্ষত-বিক্ষত হয়েছে আর স্বাভাবিক ভাবে কাজ করতে পারবো না, ইতিমধ্যে আমরা বালাগঞ্জ থানায় মামলা দায়ের করেছি আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।