• সারাদেশ

    বরিশালে সেচ্ছাসেবী সংগঠন “সন্ধানী তরুণ সংঘ” এর উদ্যোগে ইফতার বিতরন

      প্রতিনিধি ৭ মে ২০২১ , ৮:১৬:৪৬ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ. সন্ধানী তরুণ সংঘর উদ্যোগে শুক্রবার বিকেলে বি.এম.কলেজের সামনে,জেলখানার মোড় সহ বরিশাল শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ঘুরে ঘুরে রোজাদার দিনমজুর, রিক্সাচালক,শ্রমিক ও সাধারণ পথচারীর মাঝে ইফতার বিতরন করা হয়। বিতরণ কালে সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান(সজল)বলেন, “”আলহামদুলিল্লাহ্ আমরা ইফতার বিতরন করতে পেরে অনেক খুশি।এই লকডাউনে এই মানুষেদের পাশে একটু হলেও দাড়াতে পেরে আমরা অনেক খুশি।আমাদের সংগঠনটি সমাজে বিভিন্ন সমাজ সেবা মূলক কার্যক্রমের সাথে যুক্ত আছে । ফ্রি মাস্ক বিতরন,রোজাদারের ইফতার করানো ,সমাজের হতদরিদ্রি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করা,পথশিশুদের বিভিন্ন দিবসে জামাকাপড় উপহার দেওয়া সহ তাদের নিয়ে বিভিন্ন দিবস উদযাপন করা,দরিদ্র শিক্ষার্থীদের বিনা মূল্যে পাঠদান, মুমূর্ষু রোগীকে রক্তদান,রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি, পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপন, সহ নানাবিধ সমাজ সেবা মূলক কার্যক্রমের সাথে যুক্ত আছি ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ্।

    আরও খবর

    Sponsered content