• সারাদেশ

    প্রবাসীর স্ত্রী ও দুই কন্যাকে হত্যার ঘটনায় উত্তম বডুয়া গ্রেপ্তার

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৯:০৩:১৮ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার।বান্দরবানের লামায় প্রবাসীর দু’কন্যা ও স্ত্রীকে খুনের ঘটনায় উত্তম বড়ুয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সে ওই এলাকার প্রমদ বড়ুয়া পুত্র। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

    মৃত মাজেদা বেগমের মা লালমতি বেগম বাদী হয়ে ২১মে শুক্রবার লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করে অজ্ঞাত কয়েক জনকে আসামী করলে পুলিশ ঘটনায় জড়িতদের ধরার জন্য মাঠে নামে আর এই ঘটনায় জড়িত সন্দেহে উত্তম বড়ুয়া কে গ্রেফতার করে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও লামা থানার ওসি তদন্ত মো.আলমগীর হোসেন জানান, হত্যাকান্ডের ঘটনার পরপরই মামলা দায়েরের প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী এলাকা থেকে উত্তম বড়ুয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাকে আদালতে নেয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও লামা থানার ওসি তদন্ত মো.আলমগীর হোসেন জানান, উত্তম বড়ুয়া নামে এর আগে ও তিনটি মামলা রয়েছে এবং আমরা তাকে গ্রেফতারের পর অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

    শুক্রবার ২০ মে রাতে লামা পৌরসভার ১নং ওয়ার্ডের চাম্পাতলী গ্রামের একটি তালাবদ্ধ বাসা থেকে কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের দু’কন্যা নুর-এ জান্নাত রীদা প্রকাশ নুরী (১০) ও সুমাইয়া ইয়াছমিন প্রকাশ রাফি (১৬) এবং স্ত্রী মাজেদা বেগম (৩৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ। আর এই হত্যাকান্ডের ঘটনায় মৃত মাজেদা বেগমের মা লালমতি বেগম বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content