প্রতিনিধি ১৭ মে ২০২১ , ১২:২৩:২৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবলীগ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে শহরের রমিজ বিপনীস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক এড.আজাদুল ইসলাম রতন,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, সহসভাপতি পিন্টু বনিক,কাওসার আহমদ,প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কসৈয়দ ইমন, জয়ন্ত বনিক, হেলাল আহমদ প্রমুখ।
নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সড়ক র্দূঘটনায় গুরুতর আহত সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সুস্থতা কামনা করে ও দোয়া করা হয়।