• শুভেচ্ছা বাণী

    পাইলগাঁও ইউপিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান কোরেশীর ঈদ শুভেচ্ছা

      প্রতিনিধি ১৩ মে ২০২১ , ১০:৪২:৪০ অনলাইন সংস্করণ

    উবায়দুলঃ জগন্নাথপুর বাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ৯নংপাইল ইউনিয়নের সম্বাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হাসান কোরেশী। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন একমাস সংযম, রহমত বরকতময় পবিত্র রমজানুল মোবারকের শেষে পবিত্র ঈদুল ফিতর সমাগম। আমি ৯নংপাইলগাও ইউনিয়ন বাসী সহ দেশে ও প্রবাসে জগন্নাথপুর বাসিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। পরিশুদ্ধ হ্রদয়ে কুলষমুক্ত জীবন,পরিবার ও সমাজ গঠনের অঈীকারে আবেগে একে অপর কে বুকে জড়িয়ে ধরার নামই হচ্ছে ঈদ।এবার করোনা ও মহামারীর কারনে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আক্রান্ত মৃর্তুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দেশে ও প্রবাসে সকল রয়েছেন উদ্ধেগ উতকুন্ঠায়। মহান আল্লাহর রহমতে আমাদের দেশে কোরোনাকালীন ক্ষয়ক্ষতি কিছু কম।তার পর ও আমর আরও সর্তক হয়ে সাস্থবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করি।ইনশাআল্লাহ এই মহামারী থেকে আমরা মুক্ত হব।পরিশেষ মহান আল্লাহর কাছে সকলের জন্য পার্থনা করি করোকানীল কর্মহীন ও অসহায় দরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সাধ্যানুযআয়ী বিওবান দানশীলরা সহায়তার হাত বাড়িয়ে দেই।আগামী ইউনিয়ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা চাই।

    আরও খবর

    Sponsered content