• সুনামগঞ্জ

    নিরেশকে সভাপতি,অভিজিৎকে সাধারন সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ঠ হিন্দু পরিষদ দিরাই উপজেলা শাখা কমিটি গঠন

      প্রতিনিধি ৪ মে ২০২১ , ১১:৫২:৩৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: নিরেশ বৈষ্ণবকে সভাপতি,অভিজিৎ দাস বেনুকে সাধারন সম্পাদক ও রাজেশ তালুকদার টিকলুকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জের দিরাই উপজেলা শাখার ৫৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
    বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয কমিটির উপদেষ্ঠা বনদীপ লাল দাস,১ম সহ সভাপতি দীপক রায় দীপু,যুগ্ম সাধারন সম্পাদক অপু দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত এড.বিকাশ রঞ্জন অধিকারী কর্তৃক গত ২ মে স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,নির্বাহী সভাপতি দিলীপ বর্মণ,সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান খোকন রায়,রামকৃষ্ণ দাস,বিশ^জিৎ দাস(জন্টু),নান্টু দাস,অনুপ আচার্য্য(লিংকন),তপন চক্রবর্তী,সহ সাধারন সম্পাদক নিশিকান্ত দাস,সমীর আচার্য্য,অভিরন শীল,সুজিত রায়,রনি তালুকদার ঝলক,সহ সাংগঠনিক সম্পাদক রুপন দাস,সূব্রত সূত্রধর,সুমন্ত বৈদ্য,সুজন দাস(ইউপি সদস্য),মহিলা বিষয়ক সম্পাদক শক্তি রানী রায়,অর্থ বিষয়ক সম্পাদক গৌতম সূত্রধর,সহ অর্থ বিষয়ক সম্পাদক সুকেশ সরকার,মঠ মন্দির বিষয়ক সম্পাদক শৈলেন্দ্র আচার্য্য,সহ সম্পাদক সুশংকর চক্রবর্তী,দপ্তর সম্পাদক রুপক দাস,সহ সম্পাদক অনার্ধন সূত্রধর,বিধান মালাকার,কিরণ বর্মণ,সাংস্কৃতিক সম্পাদক কপিল রায়,সহ সম্পাদক অনন্ত সূত্রধর,অরুণ দাস জয়,জীবেশ শুক্লবৈদ্য,ধর্ম বিষয়ক সম্পাদক সুন্দর বৈষ্ণব,সহ সম্পাদক কৃষ্ণ বৈষ্ণব,নিপেশ দেবনাথ,আপ্যায়ন সম্পাদক গোপাল দাস,সহ সম্পাদক অনুঞ্জিত সূত্রধর,সুজন শীল,তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইমন চন্দ,সহ সম্পাদক তপু দাস,অবিনাশ দাস,আইন বিষয়ক সম্পাদক দেবরাজ দাস দেবু,সহ সম্পাদক পাপুল তালুকদার,সোহেল তালুকদার,প্রচার সম্পাদক অসিত সূত্রধর,সহ সম্পাদক অসিম রায়,অঞ্জু তালুকদার,দিপু চন্দ্র সরকার। কার্যকরী সদস্যরা হলেন,অনুপম তালুকদার,বাচ্চু তালুকদার,বিকাশ দাস হতেশ তালুকদার,নিকসন চৌধুরী,মিটন দাস,রনি সরকার,রুপ লস্কর ও প্রণয় ব্রক্ষচারী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content