• জাতীয়

    নতুন পাঁচ মামলায় হেফাজতের ৩ প্রভাবশালী নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে

      প্রতিনিধি ১৯ মে ২০২১ , ৬:৩০:৩৫ অনলাইন সংস্করণ

    জুনায়েদ আল হাবিব, মামুনুল হক ও আজিজুল হক ইসলামাবাদী। ফাইল ছবি

    হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় তিন প্রভাবশালী নেতাকে নতুন করে পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত এসব মামলায় সেখানকার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার দেখান।

    তিন নেতা হলেন- বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে সম্প্রতি হাটহাজারীতে সহিংসতার ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    আরও খবর

    Sponsered content