• শুভেচ্ছা বাণী

    দিরাই শাল্লাবাসীকে ইয়ামীন চৌধুরী’র ঈদ শুভেচ্ছা

      প্রতিনিধি ১২ মে ২০২১ , ৯:২০:৩০ অনলাইন সংস্করণ

    দিরাই শাল্লাবাসীকে ইয়ামীন চৌধুরী’র ঈদ শুভেচ্ছা :

    এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হতে যাচ্ছে মুসলিম জাহানের পবিত্র উৎসব ঈদ উল ফিতর। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী ইয়ামীন আজমান চৌধুরী দিরাই শাল্লা বাসী সহ সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। এবারের ঈদ অন্য রকম। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে এই উৎসব পালনের অনুরোধ করেন তিনি। পুরো বিশ্বে করোনা ক্রান্তিকালের সুর। আসুন আমরা সবাই ঘরে থাকি, নিরাপদে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে নিজ নিজ অবস্থানে থেকে পবিত্র এই উৎসব উদযাপনের আহবান জানান।

    শুভেচ্ছান্তে :-
    ইয়ামীন আজমান চৌধুরী
    সদস্য : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ.. ।

    0Shares

    আরও খবর

    Sponsered content