প্রতিনিধি ৬ মে ২০২১ , ৮:৪৪:০৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গতকাল ৬ মে ঘোষণা করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন স্বাক্ষরিত ঘোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও দিরাই উপজেলা আ’লীগের সাবেক সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাব উদ্দিন মাস্টার।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সিরাজুদ্দৌলা তালুকদার, এডভোকেট সোহেল আহমেদ ছইল মিয়া ও লুৎফুর রহমান এওর মিয়া।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক আলতাব উদ্দিন মাস্টার ও ১১ নং সদস্য মকসুদ আলম, ১৪ নং সদস্য গোলাপ মিয়া (জেলা সভাপতির আত্মীয়) ১৫ নং সদস্য হুমায়ুন রশিদ লাভলু (জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক) ২০ নং সদস্য সফিক মিয়া ও ২১ নং সদস্য তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস (জেলা সভাপতির আত্মীয়) ছাড়া বাকি সবাই এমপি জয়াসেন গুপ্তার অনুসারী।
যদিও বর্তমানে জেলা সভাপতি এবং এমপি জয়াসেন গুপ্তা একই মেরুতে অবস্থান করছেন!
এই কমিটিতে সদস্য সাবেক মেয়র ও দিরাই উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার গ্রুপের কাউকে যুগ্ম আহ্বায়ক বা সদস্য পদে রাখা হয়নি। সাবেক মেয়র মোশাররফ মিয়া বর্তমানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এর অনুসারী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপজেলা নেতা জানিয়েছেন বিগত পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় কপাল পুড়েছে এক সময়ের প্রভাবশালী দিরাই উপজেলা আ’লীগের নেতা এবং এমপি জয়াসেন গুপ্তার ঘনিষ্ঠ সহচর মোশাররফ মিয়ার আর তার অনুসারীদের।
সম্মেলন প্রস্তুতি কমিটিতে বঞ্চিত মোশাররফ গ্রুপের একজন নেতা বলছেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট ও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সাথে যোগাযোগ করে আনুষ্ঠানিক ভাবে তাদের প্রতিক্রিয়া জানাবেন।
দুইবছর আগের ৪১ সদস্যের বিশালাকৃতির সম্মেলন প্রস্তুতি কমিটি থাকতে নতুন করে ২১ সদস্যদের এই কমিটির ঘোষণাতে কোন দিকনির্দেশনা নেই-!
এই কমিটি কখন থেকে কার্যকর হবে এবং কতদিনের মধ্যে উপজেলা কমিটি গঠন করবে এই পত্রে তার কোন নির্দেশনা নেই। এছাড়াও আগের প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা না করে আবার কেন সম্মেলন আহ্বায়ক কমিটি? এবং উপজেলা কমিটি আগের মতো বহাল থাকছে কি-না এ বিষয়েও কিছু বলা হয়নি!