প্রতিনিধি ২৬ মে ২০২১ , ১২:৪৮:০০ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও করিমপুর ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান আছাব উদ্দিন সর্দারের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
তিনি এক শোক বার্তায় বলেন দিরাই উপজেলা আ’লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম আছাব উদ্দিন সর্দারের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারিয়েছি। তিনি অত্যান্ত ভালো মানুষ ছিলেন। আমরা শাল্লা উপজেলা আওয়ামী লীগ পরিবার গভীর শোকাহত। আমি মরহুম আছাব উদ্দিন সর্দারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
উল্লেখ্যঃ আজ দুপুর ১২-৫৫ মিনিটের সময় দিরাই উপজেলা রোডস্থ নিজ বাস ভবনে আছাব উদ্দিন সর্দার ইন্তেকাল করেন। উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। উনার ১ম জানাজা আজ বিকেলে ৬ টায় বিএডিসি মাঠে ও ২য় জানাজা আগামীকাল নিজ গ্রাম সাকিতপুরে অনুষ্ঠিত হবে।