প্রতিনিধি ৭ মে ২০২১ , ১০:১২:০২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ সুনামগঞ্জের দিরাইয়ে যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পৌরসভার বাগ বাড়ির কৃতি সন্তান হাজী হারুন মিয়ার অর্থায়নে ও প্রভাষক মিজানুর রহমান পারভেজের তত্বাবধানে বিগত ২২ এবং ২৪ রমজানে দিরাই পৌর সদরের বিভিন্ন পয়েন্টে শ্রমজীবী, রিক্সা চালক, পথচারী, ভিক্ষুক এবং ছিন্নমূলদের মাঝে দুইশত প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে হাজী হারুন মিয়া এ প্রতিনিধিকে বলেন- করোনা পরিস্থিতিতে দেশেবিদেশে সবারই অর্থনীতি দূরাবস্থা বিদ্যমান এমতাবস্থায় আমার পক্ষ থেকে সামান্য কিছু ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। যারা বিতরণ কার্যে সহযোগিতা করেছেন সেসব তরুণদেরকে ধন্যবাদ জানাই। সেইসাথে সমাজের বিত্ববানদেরকে সামাজিক এবং মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহবান জানাই।
উল্লেখ যে হারুন মিয়া বিভিন্ন সময়ে এলাকায় মানুষের জন্য সাধ্যানুযায়ী সমাজসেবা মুলক কাজ করে যাচ্ছেন।