প্রতিনিধি ১০ মে ২০২১ , ১০:১২:০৬ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল, বিশেষ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউড়া সুন্দর বন প্রবাসী ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে ২নং ওয়ার্ড কেজাউড়া, কাইমা বেগমপুর সহ পঞ্চাশ টি পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) কেজাউড়া সি, বি, আর, এমপি, অফিসে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে সমাজের অসহায় দারিদ্র লোকজনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সুন্দর বন এর বিশিষ্ট মুরুব্বি মোঃ আনজির মিয়া, আব্দুল খালেক,শালিস ব্যক্তিত মো হারুন রশীদ, ২ নং ওয়র্ডের সবেক মেম্বার মুনসুর আলী সুন্দর বন যুব উন্নয়নের সভাপতি আকমদ আলী এবং সাধারণ সম্পাদক ফারুক রশীদ প্রমুখ।