প্রতিনিধি ১৮ মে ২০২১ , ১০:০৪:২০ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুলঃ দিরাইয়ের আলোচিত শাহামুল্লুক হত্যা মামলার এজাহারভুক্ত ৩২ জন আসামী দিরাই থানায় আত্মসমর্পণ করেছে।
মঙ্গলবার সকালে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের প্রচেষ্টায় তারা আত্মসমর্পণ করে।
আত্মসমর্পণকারীরা হলেন, পাভেল মিয়া(৩০), জয় তালুকদার(২৩), আজহার(২২), বাবু তালুকদার(২৫), রেজুম মিয়া(৩০), জসিম(৩০), ছুটিল তালুকদার(৫০), রোমান(২৫), ছোট মিয়া(৪০), ছলিম তালুকদার(৫২), সুজা তালুকদার(৪০), সানোয়ার তালুকদার(৫৫), সুহাদ রাজা(৩৪), আবুল খয়ের(৪৫), জাহাঙ্গীর(৫২), অমিত(২৫), মুকুট তালুকদার(২৫), বখতিয়ার(২০), সোহেল(৩৮), সেজেল মিয়া(৩৫), মেহরাব(২৬), নেকান্নুর(৩৫), আব্দুল হাকিম(৩২), তপুর আলী(৩৪), সালেহ আহমেদ(৪০), হুমায়ুন(২২), সাদেক নুর(২৫), গোলাম কিবরিয়া(২৫), নাসির উদ্দিন(২২), আব্দু সালেক(২৬), মীর হোসেন(২৭) সহ ৩২ জন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পনের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, দীর্ঘদিন আসামীরা পলাতক ছিল, বিভিন্ন মাধ্যমে তাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানাই। আহবানে সাড়া দিয়ে তারা আজ থানায় উপস্থিত হয়।আত্মসমর্পনকারীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামে দুই পক্ষের আধিপত্য বিস্তার, সরকারি জায়গা দখলের জের ধরে গ্রামের সামসুল হক ও পারুল তালুকদারের লোকজনদের মধ্যে সংঘর্ষে সামছুল হক গ্রুপের শাহামুল্লুক (৪২) নিহত হন।