প্রতিনিধি ২৭ মে ২০২১ , ৩:৪৬:০৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দইক্ষিণ সুনামগঞ্জের মাদক ব্যবসয়ী ছালিম(৪৫)কে ইয়াবা সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ ইয়াসিন মুন্সীর নেতৃত্বে একদল পুলিশ ২৬ শে মে সন্ধ্যায় বিশেষ অভিযান পরিচালনা করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকা থেকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ব্রাহ্মণগাঁও গ্রাম নিবাসী মৃত মোঃ কালা মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছালিক মিয়া (৪৫) কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজি মুক্তাদির হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ছালিক মিয়া(৪৫)কে ২৭ শে মে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।
Notifications