প্রতিনিধি ১৩ মে ২০২১ , ৮:৩২:৪০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত, শিশুসহ আরো ৬ জন আহত হয়েছে।
নিহতের নাম নিকলু তালুকদার(২৮)। সে জেলার দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাও গ্রামের মৃত রাগেন্দ্র নারায়ন তালুকদারের ছেলে। এ ঘটনায় আরো ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে এই যাত্রীবাহি মাইক্রোবাসটি দিরাই যাওয়ার পথে এ সড়ক র্দূঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূএে জানা যায়, এই ৮ জন যাএী নিয়ে ঢাকায় কর্মরত গার্মেন্সের শ্রমিকরা ঈদের ছুটিতে মাইক্রোবাসটি ভাড়া করে নিজ বাড়িতে ফেরার পথে ড্রাইভারের অসাবধানতার কারনে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এই হতাহতের ঘটনাট ঘটে।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাকসুদ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।