প্রতিনিধি ৫ মে ২০২১ , ২:৫২:৩২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল বিশেষ প্রতিনিধিঃ ঝুঁকিপূর্ণ জেনেও চলছে ভারি যানবাহন! যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার পুরাবাড়ী মধ্যবাজার স্টিলের ব্রীজটির কিছু অংশ ভেঙ্গে গেছে কিন্তু সংস্কারের কোন উদ্যোগ নেই।
দীর্ঘদিন যাবত এই অবস্থায় পড়ে রয়েছে সেটা। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক মালবাহী গাড়ি ও কয়েকটি থানার লক্ষ লক্ষ মানুষ আসা যাওয়া করার কারণে চলে অসংখ্য গণপরিবহন।
স্থানীয় চেয়ারম্যান মোঃ কুদ্দুস আলী মন্ডল জানান এই ব্রিজটির জন্য বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা করেছি কিন্তু কোন ফলাফল পাইনি।
তাই এই ব্রিজের উপর দিয়ে যাতায়াতকারী যানবাহন ও মানুষ গুলোও চরম ভোগান্তিতে রয়েছে।
ঐ এলাকার কৃষি ফসল ও মাছ চাষ বেশি হয় এবং সারা বাংলাদেশে তা সাপ্লাই দেওয়া হয়।
ব্রিজটি ভেঙ্গে গেলে এলাকার মাছ চাষিরা খুব বিপদে পড়বেন। চেয়ারম্যান কুদ্দুস আলী মন্ডল এবং এলাকা বাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ব্রিজটি নির্মাণ করা জন্য বিনীত ভাবে অনুরোধ করে বলেন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে আশে পাশে এলাকার মানুষ গুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে এবং মাছ চাষীরা কোটি কোটি টাকা লোকসান হতে পারে, যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা তসি জনস্বার্থে জরুরি ভিত্তিতে ব্রিজটি নির্মাণ করতে জোর দাবি এলাকাবাসীর।