প্রতিনিধি ১৩ মে ২০২১ , ১০:১৫:৫৩ অনলাইন সংস্করণ
ফিলিস্তিনের গাজায় নিরপরাধ সাধারণ মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণের প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় নাস্তানাবুদ ইহুদিবাদী দেশ ইসরাইল।
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোমকে ব্যর্থ করে হামাসের শত শত রকেট ইসরাইলের ভিতরে গিয়ে আঘাত হানে।
এ ঘটনায় বিচলিত ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্টজ জনুরিভিত্তিতে ৯ হাজার রিজার্ভ সেনাকে সীমান্তে মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।
গত কয়েকদিন ধরে উত্তপ্ত ফিলিস্তিন ও ইসরাইল। ইসরাইলের বিমান হামলায় এ পর্যন্ত ১৬ শিশুসহ মোট ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঈদের দিনও ইসরাইলি হামলায় ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরাইলে এক সেনা সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন।