• সুনামগঞ্জ

    তাহিরপুর সদরে তৃতীয় লিঙ্গের উরমিলা হিজরাকে মারধরের ঘটনার অভিযোগ

      প্রতিনিধি ৩ মে ২০২১ , ১২:৪৯:৫৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ গত ১৯ এপ্রিল তাহিরপুর উপজেলা সদর কাঁচা বাজার সংলগ্ন দুুলা মিয়ার চায়ের দোকানে সামনে পূর্ব পরিকল্পিত ভাবে তাহিরপুর উপজেলার বড়চরা এলাকার তৃতীয় লিঙ্গের হিজরা আবু সায়েদ ওরফে মাহুমা আক্তার স্বর্ণালী ও আরো চারজন মিলে এলাকার স্থানীয় হিজরা হাকিমুল মিয়া ওরফে উরমিলা হিজরাকে বেদরক মারপিট ও মোবাইলসহ টাকা ছিনিয়ে চলে যায়। এ ব্যাপারে তাহিরপুর থানায় হাকিমুল মিয়া ওরফে উরমিলা হিজরা বাদী একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে তাহিরপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিব তরফদার বলেন একটি অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

    0Shares

    আরও খবর

    Sponsered content