প্রতিনিধি ১ মে ২০২১ , ১:১৪:০৯ অনলাইন সংস্করণ
ইংল্যান্ডের একটি প্রসিদ্ধ জেলা শহর শেফিল্ড, শেফিল্ডের থানা শহর ডার্নাল । এ ডার্নালে আমার স্থায়ী বসবাস। ডার্নাল অপরূপ সৌন্দর্যের সমারোহ ।
এখনে গ্রামের মতোই সরু সরু মোটা পথে বিভিন্ন ফল ফুলের মনোমুগ্ধকর বাগান রয়েছে । এ সরু পথে সারি সারি যানবাহন অবিরাম গতিতে চলছে। সুন্দর প্রভাতে পায়ে হেঁটে প্রকৃতির অনন্য রুপবৈচিত্র উপভোগ করতে খুব মনোমুগ্ধকর মনে হয় । এ ডার্নালে বিশ্বের বিভিন্ন লোকের বসবাস রয়েছে । জামেকান, আমেরিকান , নাইজেরিয়ান, সোমলিয়ান, আফ্রিকা, স্লোভাকিয়া , আরবীয়, পাকিস্তান, ইন্ডিয়ান বাংলাদেশী ও অগণিত মানব জাতির ব্যাবসা ও স্থায়ীভাবে বসবাস ।
বিশেষ করে ডার্নালে বাংলাদেশী ও পাকিস্তানী লোকের সংখ্যা খুবই বেশি । বাংলাদেশীদের মধ্যে রয়েছে সুনামগঞ্জী,বালাগঞ্জী, জকিগঞ্জী, মৌলভীবাজার, বিয়ানীবাজার , ছাতক, দোয়ারা, জগন্নাথপুর, বিশ্বনাথ, গোলাপগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ এসব জেলা ও থানার লোকের স্থায়ীভাবে বসবাস।
ডার্নালে আমাদের বাংলাদেশী মুসলমানদের প্রচেষ্টায় ২টি মসজিদ নির্মিত হয়েছে । এ দুইটি মসজিদের মধ্যে একটি হলো এলাহি জামে মসজিদ, অপরটি হলো আলেয়া জামে মসজিদ। এ মসজিদ গুলোতে প্রতি জুম্মা বারে মোসল্লিদের সংখ্যায় মসজিদ পরিপূর্ণ থাকে । এলাহি জামে মসজিদ পরিচালনার দায়িত্বে রয়েছেন মসজিদ কমিটির নির্বাচিত চেয়ারম্যান জনাব এমদাদুর রহমান এবং সেক্রেটারীর দায়িত্বে রয়েছেন জনাব আরব আলী। মসজিদ সার্বিক পরিচালনায় রয়েছেন ময়না মিয়া, সবুজ মিয়া, বিধু মিয়া, ছুনো মিয়া আতিক মিয়া ও আরো অন্যান্য ব্যক্তিগণ ।
আলেয়া জামে মসজিদ পরিচালনায় রয়েছেন জনাব ফখরুল মিয়া চেয়ারম্যান। সেক্রেটারী পদে রয়েছেন জনাব মিসবাহ চৌধুরী । সার্বিক পরিচালনায় রয়েছেন জামিল চৌধুরী, আহবাবুর রহমান মিরন, সেলিমুজ্জামান আরো অন্যান্য ব্যক্তিগন । ডার্নালে কারী ব্যাবসায়ীদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সুনামধন্য ব্যাবসায়ী জনাব জনসেবক মুহাম্মদ সেবুল মিয়া আরো রয়েছেন ডার্নালে অতি সুপরিচিত ব্যাক্তিত্বশীল ব্যাক্তি জনাব রন্টু মিয়া, আতিক মিয়া , কাদির মিয়া, আনা মিয়া, নেপুর মিয়া , আহবাবুর রহামন, হিরন মিয়া , বিদু মিয়া, আংরশিদ চৌধুরী, এনাম মিয়া , আং রহিম, আবুল হোসেন । তুহাদ মিয়া সাইদুর রহমান ডার্নালের রেস্টুরেন্ট ও টেইকয়ের বিভিন্ন্ খাদ্য সামগ্রী সাপ্লাইয়ের বিশিষ্ট্য ব্যাবসায়ী। ডার্নালে বাঙ্গালী কমিউনিটির চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ মিয়া । আমাদের ডার্নালে কর্মজীবি মানুষ খুবই পরিশ্রমী এবং কর্ম ব্যাস্ততায় রয়েছেন। বিরামহীন ভাবে ঘড়ির কাঁটার মতোই জীবনের কর্মগতি চলে , একে অন্যের মধ্যে সুখ দুঃখ সমবেদনার কথা বলার সময় নেই । হয়তো আমার ক্ষণিক অবসর সময় আছে , এ মুহূর্তে অন্যের সময় নেই। বহমান নদীর স্রোতধারার মতোই চলতে থাকে জীবনের কর্মময় গতি। আমার সুদূর প্রবাসী আমেরিকা নিউইয়র্কে থাকা বাতিজ আমিরুল ইসলাম আপনি ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আপনার গতিময় প্রবাস জীবন আনন্দময় ও নিরাময় হয়ে উঠুক।
শেষান্তে সম্মানিত দেশ ও বিদেশের অগনিত পাঠক পাঠিকা আমার প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে পবিত্র মাহে রমজানের দিনে প্রবাসের বাস্তবতা লিখে আপনাদের দৃষ্টিতে শেয়ার করলাম । আশা করি তা ভালো লাগবে । আগামীতে আরো অজানা রহস্যময়ী লিখা লিখবো । বিশ্বের যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ্য নিরাপদে থাকুন, করোনা মুক্ত সুন্দর জীবন উপভোগ করুন ।
এ কামনায়
এম এ গফ্ফার
ডার্নাল,শেফিল্ড ,ইংল্যাণ্ড
০১/০৫/২১ইং