প্রতিনিধি ১১ মে ২০২১ , ৬:২৫:১৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: মুসলমানদের সর্ববৃহৎ আনন্দোৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় শ্রমিক লীগ যুক্তরাজ্যের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য বিশিষ্ট শিক্ষাবীদ ডক্টর সামছুল হক চৌধুরী। তিনি দৈনিক ভাটি বাংলা ডটকম ও ভাটি বাংলা টিভি (অনলাইন টিভি চ্যানেল) এ প্রদত্ত শুভেচ্ছা বার্তায় বলেন এক মাস সংযম, রহমত ও বরকতময় পবিত্র রমজানুল মোবারক শেষে পবিত্র ঈদুল ফিতর সমাগম।
আমি দিরাই-শাল্লা উপজেলাবাসী সহ দেশের ও প্রবাসে থাকা প্রত্যেক বাংলাদেশী ভাই বোনদের এবং গোটা মুসলিম উম্মাহ কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় শ্রমিক লীগ যুক্তরাজ্যের পক্ষ থেকে জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা।
পরিশুদ্ধ হৃদয়ে কলুষমুক্ত জীবন, পরিবার ও সমাজ গঠনের অঙ্গীকারে একে অপরকে পরম আবেগে বুকে জড়িয়ে ধরার নামই ঈদ। এবার করোনা মহামারির কারনে বাংলাদেশ সহ গোটা বিশ্ব পর্যুদস্ত।
আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দেশে এবং প্রবাসে সবাই রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং সময়োপযোগী পদক্ষেপ এবং মহান আল্লাহর অশেষ কৃপায় আমাদের দেশে করোনা কালীন সময়েও ক্ষয়ক্ষতি অনেক কম। তারপরও আমরা আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করি তাহলে অতিদ্রুতই ইনশাআল্লাহ এই মহামারি থেকে আমরা মুক্ত হবো।
মানবতার এই ক্লান্তি লগ্নে পবিত্র রমজানুল মোবারক ও ঈদের উৎসব পালনের পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ থেকে বিশ্বের সকল মানুষের মুক্তির জন্য আসুন আমরা সরকারি বিধিনিষেধ মেনে চলি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এবং করোনা কালীন কর্মহীন ও অসহায় দারিদ্র্যের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সাধ্যানুযায়ী বিত্তবান দানশীলরা সহায়তার হাত বাড়িয়ে দেই।
ঈদের প্রত্যাশা হোক করোনা মুক্ত একটি সমৃদ্ধশালী শান্তি ও উন্নয়নের বাংলাদেশের।