• শুভেচ্ছা বাণী

    জাসদ নেতা আমিনুল ইসলাম আমিনের দিরাই-বাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

      প্রতিনিধি ১২ মে ২০২১ , ১:৩৪:৪০ অনলাইন সংস্করণ

    মোঃ বদরুজ্জামান বদরুলঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দিরাই উপজেলা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন।  তিনি দিরাই-বাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দৈনিক ভাটি বাংলা ডটকম ও ভাটি বাংলা টিভি (অনলাইন টিভি চ্যানেল) এ প্রদত্ত শুভেচ্ছা বার্তায় বলেন এক মাস সংযম, রহমত ও বরকতময় পবিত্র রমজানুল মোবারক শেষে মুসলমানদের সর্ববৃহৎ আনন্দোৎসব পবিত্র ঈদুল ফিতর সমাগম।
    আমি দিরাই উপজেলাবাসী সহ দেশের ও প্রবাসে থাকা প্রত্যেক’কে জানাই ঈদ মোবারকের শুভেচ্ছা।
    এবার করোনা মহামারির কারনে বাংলাদেশ সহ গোটা বিশ্ব পর্যুদস্ত।
    আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে দেশে এবং প্রবাসে সবাই রয়েছেন উদ্বেগ উৎকন্ঠায়। তারপরও আমরা আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করি তাহলে অতিদ্রুতই এই মহামারি থেকে মুক্ত হবো ইনশাআল্লাহ।
    মানবতার এই ক্লান্তি লগ্নে পবিত্র রমজানুল মোবারক ও ঈদের উৎসব পালনে করোনা কালীন সময়ে কর্মহীন ও অসহায় দারিদ্র্যের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সাধ্যানুযায়ী বিত্তবান দানশীলরা সহায়তার হাত বাড়িয়ে দেই।
    ঈদের প্রত্যাশা হোক করোনা মুক্ত একটি সমৃদ্ধশালী, শান্তি ও উন্নয়নের বাংলাদেশের।

    আরও খবর

    Sponsered content