• লিড

    জগন্নাথপুর থানায় ৫ আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে

      প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৩:৪৭:০৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মারামারি মামলার ৫ আসামী স্বেচ্ছায় জগন্নাথপুর থানা পুলিশ এর নিকট আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রমাতিপুর গ্রাম নিবাসী মৃত কানু রায় এর ছেলে মারামারি মামলার এজাহার ভূক্ত আসামী জীবন রায়(৪০), মৃত কৃপাসিন্ধু ওরফে খোকা রায় এর ছেলে সুধন রায়(৪০), ও ভগবত রায় এর ছেলে দ্বীপ রায়(২০) (জগন্নাথপুর থানার এফ আই আর নং-১৯/৬৭, তারিখ- ২৮ এপ্রিল, ২০২১; জি আর নং-৬৭/২০২১, তারিখ- ২৮ এপ্রিল ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড-১৮৬০)। এবং একই গ্রাম নিবাসী মৃত কুমেদ রায় এর ছেলে ঝন্টু রায় (৫৩) ও মৃত কুসুম রায় এর ছেলে ভাগবত রায় (৫০) স্বেচ্ছায় ২৫ শে মে রোজ মঙ্গলবার জগন্নাথপুর থানায় হাজির হয়ে পুলিশের নিকট আত্মসমর্পণ করেছেন( জগন্নাথপুর থানার মামলা নং-১৬, তারিখ-২১/০৫/২০২১খ্রিঃ,ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/ ৩২৬/৩০৭/৩২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড)। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান আত্মসমর্পণ এর সত্যতা নিশ্চিত করে বলেন,আত্মসমর্পণকারী আসামীদের ২৫ শে রোজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content