প্রতিনিধি ১৭ মে ২০২১ , ৩:৩১:১৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর ও ছাতক এর সীমান্তবর্তী মোহাম্মদ গঞ্জ বাজারে দু পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রায় ১৩ জন আহত হয়েছেন। তমধ্যে ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রাম নিবাসী ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রাম নিবাসী খালিছ মিয়ার মধ্যে জগন্নাথপুর উপজেলার আওতাধীন ও ছাতক উপজেলার সীমান্তবর্তী মোহাম্মদ গঞ্জ বাজারে সরকারি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ন জায়গায় খালিছ মিয়ার লোকজন দোকান ঘর নির্মাণ করে। এই ঘর নির্মাণকে কেন্দ্র করে ১৭ ই মে দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষে আশিক মিয়া(৫৫) রফিক উদ্দিন হাসিম (৫০)এতিফুল মিয়া(৪০) আনু মিয়া (৩৮) উজ্জ্বল মিয়া (২৮) সহ প্রায় ১৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আশিক মিয়া(৫৫) রফিক উদ্দিন হাসিম (৫০)এতিফুল মিয়া(৪০) আনু মিয়া (৩৮) উজ্জ্বল মিয়া (২৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাপর আহতরা স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যান্য আহতরা স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, বিরোধীয় সরকারি জায়গা চিহ্নিত করতে আমি লিখিতভাবে জেলা প্রশাসকের নিকট আবেদন করি।যার প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আজ সরেজমিনে যান। তিনি বলেন সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছে।
মীরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ জানান,সরকারি জায়গায় অবৈধ দোকানঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্হলে রওনা হই।পৌঁছার আগেই সংঘর্ষের খবর পেয়ে ফিরে আসি।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।