• সভা/সেমিনার

    জগন্নাথপুরে শিক্ষককে হত্যা মামলার আসামী করায় স্মারকলিপি প্রদান

      প্রতিনিধি ৪ মে ২০২১ , ২:৫৬:৩৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে স্কুল শিক্ষক রুহুল আমীনকে হত্যা মামলার আসামী করায় শিক্ষক বৃন্দের পক্ষ হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রাম নিবাসী রুহুল আমীনকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এর ১১৪ শিক্ষক স্বাক্ষরিত স্মারক লিপি সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে শিক্ষক বৃন্দের পক্ষ থেকে ৪ ঠা মে মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের হাতে তুলে দেয়া হয়েছে।
    এ সময় উপস্থিত ছিলেন, প্রতিবাদী শিক্ষক আতাহার উদ্দিন, গোপাল চন্দ্র দাস, মোহাম্মদ শাহজাহান সিরাজ, নুরুল হক, আলমগীর হোসেন, রূপক কান্তি দে, আতাউর রহমান, রিংকু চন্দ্র দাশ তালুকদার প্রমূখ। যার অনুলিপি সুনামগঞ্জ পুলিশ সুপার, সুনামগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ও জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তাকে প্রদান করা হয়েছে বলে প্রতিবাদী শিক্ষক আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
    স্মারক লিপিতে উল্লেখ করা হয়, বিগত ১৬ এপ্রিল জগন্নাথপুর পৌর এলাকার পূর্ব ভবানীপুর গ্রামে সংঘটিত হত্যাকান্ডের প্রেক্ষিতে জগন্নাথপুর থানায় হত্যা দায়ের হয় ( জগন্নাথপুর থানার মামলা নং-০৯, তারিখ ১৯/৪/২০২১ইং)।
    উক্ত মামলায় জগন্নাথপুর উপজেলাধীন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমীনকে আসামী করা হয়। এতে স্মারক লিপি প্রদানকারর শিক্ষকবৃন্দ অত্যান্ত মর্মাহত। শিক্ষকদের জানা মতে রুহুল আমীন একজন দক্ষ আদর্শ নীতিবান শিক্ষক। তাঁহারা উক্ত ঘটনার অধিকতর সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শিক্ষক রুহুল আমিনকে উক্ত মামলা থেকে অব্যাহতি প্রদানের জন্য আবেদন জানিয়ছেন।

    আরও খবর

    আজ সুনামগঞ্জ মুক্ত দিবস, বিভিন্ন সংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা

    সুনামগঞ্জে মান্নান-মুকুটের স্মরনকালের ঐতিহাসিক জনসভায় মানুষের ঢলঃ স্বাধীন বাংলার স্থপতির ভাস্কর্য যারা ভেঙ্গেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে…পরিকল্পনামন্ত্রী

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‍্যালী ও আলোচনা সভা

    দিরাই’র নগদিপুর বাজারে তৃনমূলের উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে ড.সামছুল হক চৌধুরীর মত বিনময়

    তাহিরপুরে বিন্নারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

    ঠাকুরগাঁওয়ে গ্রামীণ জনগোষ্ঠীর পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা নিশ্চিতকরন সভা

    Sponsered content