প্রতিনিধি ২৬ মে ২০২১ , ১২:৩৭:০৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। দূরপাল্লার জগন্নাথপুর -পাগলা, জগন্নাথপুর -বিশ্বনাথ-রশীদপুর সড়ক সহ জগন্নাথপুর উপজেলার আভ্যন্তরীন সড়ক গুলোতে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করলেও দিগুণ ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রী সাধারণ ও চালকদের মধ্যে বাকবিতন্ডা হচ্ছে হরহামেশা। যেকোনো মুহূর্তে চালক ও যাত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
মরনব্যাধী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার লক্ষে গণপরিবহনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচলের ক্ষেত্রে ৬০℅ বেশী ভাড়ায় অর্ধেক আসনে যাত্রী নিয়ে যানবাহন চলাচলে সরকারি নির্দেশনা থাকলেও সুনামগঞ্জের জগন্নাথপুর -পাগলা, জগন্নাথপুর -বিশ্বনাথ-রশীদপুর সড়ক সহ জগন্নাথপুর উপজেলার আভ্যন্তরীন সড়ক গুলোতে অতিনরিক্ত যাত্রী নিয়ে মিনিবাস, লেগুনা ও সিএনজি সহ ছোট ছোট যানবাহন গুলো সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে পূর্ণ আসনে (সিট) যাত্রী বসানো সহ দাঁড়ানো অবস্থায় যাত্রী নিয়ে চলাচল করছে। এবং যাত্রীদের কাছ থেকে দিগুণ ভাড়া আদায় করছে। আজ ২৬ শে মে সরেজমিনে ঘুরে এমন অবস্থা দেখা গেছে।
জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী মিনিবাস এর যাত্রী আবুল খয়ের ও আব্দুল মালেক সহ একাধিক যাত্রী আক্ষেপের সুরে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক যানবাহনের অর্ধেক আসনে যাত্রী বহন এর কথা থাকলেও স্বাস্থ্য বিধি উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন চলাচল করলেও সরকার এর নির্দেশনার দোহায় দিয়ে চালকরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এনিয়ে কোনো কিছু বলতে চাইলেই চালকরা আমরা যাত্রী সাধারণ এর সাথে মুখোমুখি আচরণ করে। নিরুপায় হয়ে জীবন জীবিকার তাগিদে প্রতিনিয়ত জেলা সদরে যেতে হয়। এক প্রশ্নের জবাবে তারা আরো বলেন, রুজিরোজগার তেমন নাহলে কি আর হবে অধিক ভাড়া দিয়ে চলাচল করছি। আজকের বিষয় নতুন কিছু নয় যাত্রী সাধারণ চালকদের মধ্যে হরহামেশা বাকবিতন্ডা হওয়ার পাশা-পাশি হালকা সংঘর্ষের ঘটনাও ঘটছে । বিদায় অতিরিক্ত যাত্রী বোঝাই যানবাহনে দিগুণ ভাড়া আদায় করা নিয়ে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা স্বাস্থ্য বিধি ও যানবাহনে দিগুণ ভাড়া আদায় এর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে অত্র এলাকার সচেতন মহল তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন, জগন্নাথপুর -পাগলা ও জগন্নাথপুর – বিশ্বনাথ – রশীদপুর সড়ক সহ জগন্নাথপুর উপজেলার আভ্যন্তরীন সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে চালকরা স্বাস্থ্যবিধি অমান্য করে অতিরিক্ত যাত্রী নিয়ে দিগুণ ভাড়া আদায় করছেন। এনিয়ে যাত্রী সাধারণ ও চালকদের মধ্যে ঝগড়া প্রসাদ লেগেই আছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। স্থানীয় প্রশাসন এর চোখের সামনে এসব ঘটলেও তারা দেখেও না দেখার ভান করছেন।জনস্বার্থে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।