প্রতিনিধি ২৬ মে ২০২১ , ৪:৪০:৫৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ র্যাব-৯ সুনামগঞ্জ এর একটি দল বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য জগন্নাথপুর এর ময়নূল (৩৪), হানিফ (৩৮) ও তাঁর স্ত্রী পারভীন (৩৬) কে বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ অর্থ সহ আটক করেছে বলে জানা গেছে।
স্থানীয় ও র্যাব সুত্রে জানাযায়, জগন্নাথপুর ও সুনামগঞ্জ সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রী সহ একটি চক্র বিভিন্ন মানুষের সিম কার্ড ব্যবহার করে কৌশলে বিকাশের মাধ্যমে প্রতারনা করে আসছিলো। ইতিমধ্যে প্রায় ৮/১০ লক্ষ টাকা প্রতারক চক্র হাতিয়েও নিয়েছে। এ জাতীয় সংবাদ প্রায়ই র্যাব ও পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। এরই সূত্র ধরে র্যাব -৯ সিপিসি ৩ কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদ এর দিক নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে র্যাব সদস্যরা অনুসন্ধান চালাতে শুরু করেন। বিগত ২৫ শে মে দিবাগত রাতে র্যাব-৯ এর একটি অভিযানিক দল সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রাম নিবাসী মৃত তহিরুল্লাহর ছেলে হানিফ আহমেদ (৩৮) তার স্ত্রী পারভীন বেগম( ৩৬) ও আব্দুল সামাদের পুত্র ময়নুল হক(৩৪) কে একই গ্রামের সাহাদুলের বাড়ি থেকে আটক করে। তাদের কাছ থেকে নগদ প্রতারণার ১ লাখ ৩৫ হাজার ৬০০টাকা উদ্ধার করেন। এছাড়াও একটি টেলিফোন, ১২টি মোবাইল, বিভিন্ন ধরনের ক্যাবল, চার্জার বিভিন্ন ব্যাংকের চেক বই ও এটিএম কার্ড উদ্ধার করেন। আটককৃত দের জিজ্ঞাসাবাদ করলে তারা বিভিন্ন মানুষের সাথে প্রতারণার কথা স্বীকার করে। বুধবার দুপুর ১২টায় সুনামগঞ্জ র্যাব ৯ এর অধীন সিপিসি ৩ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং কালে সিনিয়র এ এসপি মোহাম্মদ আব্দুল্লাহ গণমাধ্যমকে এসব জানান।