প্রতিনিধি ২ মে ২০২১ , ৫:২৫:৩২ অনলাইন সংস্করণ
মোঃ বদরুজ্জামান বদরুল চাতক থেকে ফিরে। সুনামগঞ্জের ছাতকে ঘুষ ছাড়া পল্লী বিদ্যুতের নতুন সংযোগ, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুটি অপসারণসহ বিভিন্ন সেবায় গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নির্ধারিত ফি’ জমা দিয়েও ঘুষ না দিলে সেবা পাওয়ার জন্য দিনের পর দিন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনিরুল ইসলামের কাছে ধরনা দিতে হয়। সম্প্রতি উপজেলার তকিপুর গ্রামের বাসিন্দা হাফিজ আব্দুল হাই একটি নতুন খুটির জন্য আবেদন করে নির্ধারিত ফি জমা দিয়েও ঘুষ না দেওয়ার কারণে সেবা পাচ্ছেন না তিনি। এমনটিই মৌখিকভাবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের সমিতির জেনারেল ম্যানেজারের কাছে একটি অভিযোগও করা হয়েছে। এদিকে ছৈলা আফজালবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামে একটি ঝুঁকিপূর্ণ খুটি অপসারণের জন্য গ্রামবাসীর পক্ষে যথাযথ নিয়ম মেনে আবেদন করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। এছাড়া ভূতুড়ে বিদ্যুৎ বিল, মিটার রিডিং না করে অতিরিক্ত বিল, গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। এক্ষেত্রে গ্রাহকদের প্রতিনিধি সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সুয়েবুর রহমানের সুপারিশকেও অগ্রাহ্য করে অনিয়ম দুর্নীতীর সম্রাজ্য গড়ে তুলা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির এ শাখায়। এ ব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গোবিন্দগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলাম তার বিরুদ্ধের অভিযোগ সত্য নয় বলে জানান।