• কৃষি সংবাদ

    কোল্ড ষ্টোরেজগুলোতে বস্তার ভাড়া বৃদ্ধি ঠাকুরগাঁওয়ে আলু চাষীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

      প্রতিনিধি ২৩ মে ২০২১ , ১০:০৮:৪৯ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাওয়ে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষীরা-

    মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও॥ ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজগুলোতে বস্তার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আলু চাষীরা। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে স্মারকলিপি প্রদান করে তারা। জেলার আলু চাষী ও আলু ব্যবসায়ি কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপদেষ্টা রফিক, বিএনডিসি আলূ চাষী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার কাওসার মানিক, উপদেষ্টা মোজাহারুল, আদর্শ আলু চাষী লিপুসহ সংগঠনের বিভিন্ন সদস্যরা। বক্তারা অন্যান্য জেলার সাথে সামঞ্জস্য রেখে জেলার কোল্ড ষ্টোরেজগুলোতে বস্তাপ্রতি ভাড়া কমানোর দাবি জানান।

    আরও খবর

    Sponsered content