প্রতিনিধি ২০ মে ২০২১ , ৪:৪৬:০১ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খন্ড গ্রামের সামছুল হকের পুত্র কুয়েত প্রবাসী ফরিদ আহমদ ও তার ভাই নিজাম উদ্দিনের মৌরসী ও খরিদা ভোগ দখলীয় এক বিঘা ক্ষেতের জমি বুধবার (১৯ মে) সকাল ১০টায় জোরপূবর্ক দখলের চেষ্টা করে তাদের সৎ ভাই একই গ্রামের শিহাব উদ্দিন, আলিম উদ্দিন ও শরিফ উদ্দিন গংরা। এতে কুয়েত প্রবাসী ফরিদ আহমদ ও তার স্ত্রী বাহারুন নেছা এবং ছেলে নাহিদুর রহমান বাধা প্রদান করলে তাদেরকে বেদড়ক মারপিট করেন সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন ও শরিফ উদ্দিন গংরা। এ সময় স্থানীয় গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় কুয়েত প্রবাসী ফরিদ আহমদের স্ত্রী বাহারুন নেছা কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য় খন্ড গ্রামের সামছুল হকের পুত্র কুয়েত প্রবাসী ফরিদ আহমদ ও তার ভাই নিজাম উদ্দিনের মৌরসী ও খরিদা ভোগ দখলীয় বাউরভাগ ২য় খন্ড মৌজার সাবেক ৩৫১ নং দাগে প্রায় ৩৩ শতক ভূমি (এক বিঘা) চলমান জরিপে তাদের নামে দখল রেকর্ডভূক্ত হয়। এতে একই গ্রামের বাসিন্দা সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন, শরিফ উদ্দিন তাদের মৌরসী অংশ বিভিন্ন দাগে প্রবাসী ফরিদ আহমদ ও তার ভাই নিজাম উদ্দিনের কাছে বিক্রয় করে বাউরভাগ ২য় খন্ড মৌজার সাবেক ৩৫১ নং দাগে খাওন-দখল বুঝিয়ে দেন। কিন্তু ফরিদ আহমদ ও তার ভাই নিজাম উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকার কারণে তাদের কাছে বিক্রয় করা জমি- জমা পুনরায় দখলের চেষ্টা করে সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন, শরিফ উদ্দিন গংরা।
এনিয়ে কুয়েত প্রবাসী ফরিদ আহমদ গংদের সাথে তাদের সৎ ভাইদের বিরোধ ও মামলা- মোকদ্দমা বিচারাধীন থাকার কারণে সৎ ভাইয়েরা ফরিদ আহমদের পরিবারের লোকজনের উপর নির্যাতন, মারপিট, ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি করার অপচেষ্ঠায় লিপ্ত ছিল। এতে পরিবারের লোকজনের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে কুয়েত প্রবাসী ফরিদ আহমদ সম্প্রতি বাড়ীতে চলে আসলে তার সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন, শরিফ উদ্দিন গংরা আক্রোশ হইয়া তাকে মারপিটের হুমকি-দমকি প্রদান করে আসছিলো। এতে ফরিদ আহমদ নিরোপায় হয়ে গ্রামবাসীর কাছে বিচারপ্রার্থী হলে তারা তার উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠে।
বুধবার সকাল ১০টায় তারা পরিকল্পিত ভাবে কুয়েত প্রবাসী ফরিদ আহমদ ও তার ভাই নিজাম উদ্দিনের প্রায় এক বিঘা ক্ষেতের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। এতে কুয়েত প্রবাসী ফরিদ আহমদ ও তার স্ত্রী বাহারুন নেছা এবং ছেলে নাহিদুর রহমান বাধা প্রদান করলে তাদের বেদড়ক মারপিট করে ফরিদ আহমদের সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন ও শরিফ উদ্দিন গংরা। এ ঘটনায় কুয়েত প্রবাসী ফরিদ আহমদের স্ত্রী বাহারুন নেছা ফরিদ আহমদের সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন, শরিফ উদ্দিন, মাতা হোসনা বেগম ও বোন রিনা বেগমকে বিবাদী করে কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফরিদ আহমদ জানান, তার সৎ ভাই শিহাব উদ্দিন, আলিম উদ্দিন ও শরিফ উদ্দিন তাদের জায়গা-জমি দখলের চেষ্টা করলে তারা বাধা প্রদান করেন। এ সময় সৎ ভাইদের হামলায় তিনি সহ তার স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। এছাড়া তাদেরকে মারপিট করে যাওয়ার সময় তার স্ত্রী বাহারুন নেছার গলা হইতে একটি স্বর্ণের চেইন জোরপূর্বক টেনে ছিড়ে নিয়ে যায় সৎ ভাই আলিম উদ্দিন। এ ঘটনায় ন্যায়-বিচার পাওয়ার জন্য তিনি প্রশাসন সহ সকলের সহযোগীতা কামনা করেছেন।