প্রতিনিধি ১৪ মে ২০২১ , ১২:২১:৪৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে মুসলমানদের সর্ববৃহৎ আনন্দোৎসব। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে গোটা বিশ্ব পর্যুদস্ত। বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকায় বেশি ক্ষতিগ্রস্ত কোভিড-১৯ এর কারণে তারপর মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে ঈদ উৎসবের প্রধান অঙ্গ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন মসজিদে। নিউইয়র্কের এমনি একটি মসজিদ রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনক জামে মসজিদে আমেরিকার সময় সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।
মসজিদের উপদেষ্টা ও দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টাল এবং অনলাইন টিভি চ্যানেল ভাটি বাংলা টিভির সম্পাদক মণ্ডলীর সভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী জানিয়েছেন সে এলাকায় শতাধিক বাংলাদেশী পরিবার রয়েছে। ঈদের জামাতে প্রায় প্রতিটি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমাম সাহেব মুসল্লীদের উদ্দেশ্যে মসজিদ উন্নয়নে চলমান কাজ পূর্ণ করতে এবং মসজিদ প্রতিষ্ঠায় ঋণ পরিশোধে মুক্ত হস্তে আর্থিক সহায়তা করতে আহ্বান জানান।