• ত্রাণ বিতরণ

    অসহায় এরাতন’কে নিয়ে সংবাদ প্রকাশঃ সহায়তা নিয়ে বাড়ীতে রাজাপুরের ইউওনও মোক্তার হোসেন

      প্রতিনিধি ১৬ মে ২০২১ , ৩:০৯:৪৭ অনলাইন সংস্করণ

    নবীন মাহমুদ, ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ ঈদুল ফিতর ২০২১ রোজ শুক্রবার রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি সাংবাদিক আলমগীর শরিফ উপজেলাধীন বড়ইয়া গ্রামের হতদরিদ্র সন্তানহীন স্বামী পরিত্যক্তা এরাতন বিবিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মানবিক আবেদনের পোষ্ট দিয়েছিলেন। উক্ত মানবিক আবেদনের প্রেক্ষিতে সোহাগ ক্লিনিকের প্রতিষ্ঠাতা আহসান হাবিব সোহাগ, মোঃ রিয়াজ শরিফ ও মোঃ ওয়াসিম আহম্মেদ, আর্থিক সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এরই ধারাবাহিকতায় অধ্য ১৬/০৫/২০২১ইং তারিখ দুপুর ১ঃ৪০ ঘটিকার সময় রাজাপুর উপজেলার সু-যোগ্য নির্বাহী অফিসার জনাব মোঃ মোক্তার হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মামুন অর রশিদ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এরাতনের বাড়িতে স্ব শরীরে উপস্থিত হন, উক্ত খাদ্য সামগ্রী বিতরণ শেষে এরাতন বিবির সকল সমস্যাধী জানতে পেরে তাহার সমস্যার কিছুটা হলেও সমাধান করার প্রতিশ্রুতি দেন Uno মহোদয়। এসময় সাথ উপস্থিত ছিলেন রাজাপুর সাংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য, সংবাদকর্মী ও সমাজকর্মী মোসাঃ ছালমা বেগম।

    আরও খবর

    Sponsered content