• জাতীয়

    হেফাজতের যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক গ্রেপ্তার

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ৮:১৩:১২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ কয়েকদিন ধরে নানান জল্পনা কল্পনার পরে অবশেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। আজ রবিবার (১৮ এপ্রিল) নিজ কর্মস্থল ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
    গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
    তিনি জানান, গোয়েন্দা পুলিশের একাধিক টিম ও ডিএমপির তেজগাঁও বিভাগের যৌথ অভিযানে মামুনুল হককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
    সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টকাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল।
    করোনা মহামারী রোধে দেশে চলছে সর্বাত্মক লকডাউন অপর দিকে একে একে গ্রেফতার করা হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ স্থানীয় ওলামা মাশায়েখদের। এতে সারা দেশে চাপা ক্ষোভ ও তীব্র উত্তেজনা বিরাজ করছে।

    আরও খবর

    Sponsered content